প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে একটি বৈদ্যুতিক মিটারের কাছাকাছি সাইকেল রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কিবরিয়া। তাকে রক্ষা করতে ছুটে গেলে স্ত্রী রিনা খাতুনও বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে দু’জনেই গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ফারুক হোসেন জানান, কিবরিয়া ও রিনা খাতুনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।