নারায়ণগঞ্জ থেকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি নান্নু গ্রেপ্তার

আসামি নান্নু
আসামি নান্নু | ছবি: এখন টিভি
3

র‍্যাব-১১ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে আলোচিত মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি মো. নান্নু কাজীকে (৩৩) নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে নান্নুর মামার বাড়ির পাশের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নান্নুকে র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করে র‍্যাব-১১।

সে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারনামীয় ৬ নাম্বার আসামি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সেজু