সীমান্তে বড় সাফল্য: সিলেট-সুনামগঞ্জে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

আটক হওয়া ভারতীয় চোরাই মালামাল
আটক হওয়া ভারতীয় চোরাই মালামাল | ছবি: এখন টিভি
0

সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল আটক করেছে বিজিবি-৪৮। আজ (শুক্রবার, ১৮ জুলাই) ভোরে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলার বিজিবির টহল দল এ অভিযান পরিচালনা করে।

এসময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইটেনিং ক্রিম, সানগ্লাস, গরু ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে বিজিবি। আটককৃত মালামালের বাজারমূল্য মূল্য প্রায় ছয় কোটি টাকা।

আজ দুপুরে বিজিবি-৪৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক মোহাম্মদ নাজমুল হক।

বিজিবির অধিনায়ক মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী পণ্যগুলো বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ভারত থেকে আসা চোরাচালান জব্দ করতে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি।’ একইসঙ্গে চোরাচালানে জড়িত ব্যক্তিদের ধরতেও চেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন ৪৮ বিজিবি অধিনায়ক।

ইএ