সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় ২ জামায়াত নেতা নিহত

জামায়াত নেতাদের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে
জামায়াত নেতাদের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে | ছবি: এখন টিভি
1

বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকার সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই জামায়াত নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে আট থেকে নয়জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেয়া হচ্ছে। আজ (শনিবার, ১৯ জুলাই) ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার সময় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, মাওলানা আবু সাঈদ (৫৫), পিতা- মৃত. শহর আলী। এবং একই উপজেলার মোহাম্মদ আমানত শেখ (৫৫), পিতা- মো. ইসমাইল শেখ। তাদের দুই জনের বাড়িই খুলনার দাকোপ উপজেলায়।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশফাক হোসেন বলেন, আজ (শনিবার, ১৯ জুলাই) ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার সময় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ জন নেতা নিহত, এ সময় আরও ৮/৯ জন আহত হয়েছেন।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশের যোগদানের লক্ষ্যে খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনি বাসে করে যাওয়ার সময় ভাঙ্গা গোলচত্বরে মহাসড়কের উপর যাত্রা বিরতি দেয়। খুলনা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিনি ক্লাসিক বাসকে পেছন থেকে ধাক্কা দিলে মিনি ক্লাসিক বাসের সামনে দাড়িয়ে থাকা দুই জন কর্মী বাসের চাপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং মিনি ক্লাসিক বাসে থাকা ৮ থেকে ৯ জন সমর্থক আহত হন।’

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে মিনি বাস ও মৃতদেহ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অধীনে রয়েছে।

ইএ