এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান ও মো. শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি মো. শামিনুল হক, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনের পর জেলার প্রতিটি থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম চালু হয়। এখন থেকে সাধারণ মানুষ নিজ নিজ অবস্থান থেকে অনলাইনের মাধ্যমে সহজেই অভিযোগ জানাতে ও সাধারণ ডায়েরি করতে পারবেন।
পুলিশ সুপার বলেন, ‘প্রযুক্তির সহায়তায় জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ সেবা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। অনলাইন জিডি চালুর ফলে থানায় গিয়ে হয়রানি কিংবা দীর্ঘ সময় অপেক্ষা না করেই সেবা পাওয়া যাবে।’