সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়া উদ্দিন হায়দার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান ও পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহামুদ শাকিল এবং ঝালকাঠির সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির।
সেমিনারে বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার অন্যতম বড় ভরসা। সরকারের এ অনন্য উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন। বক্তারা সেবার মান উন্নয়ন, পরিকাঠামোগত সহায়তা, জনবল প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।
সেমিনারে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অন্যান্য সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে করণীয় বিষয়েও সুপারিশ করেন। অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের সাফল্য ও ইতিবাচক প্রভাব তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়া হায়দার স্বপন বলেন, ‘কমিউনিটি ক্লিনিক হলো দেশের প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি। এ সেবাকে কার্যকর ও টেকসই করতে হলে ক্লিনিকগুলোর অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষিত জনবল নিয়োগ, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শুধু চিকিৎসা নয়, স্বাস্থ্য শিক্ষা, পুষ্টি, টিকাদান ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা প্রদানেও কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই ক্লিনিকের পরিসর ও সক্ষমতা আরও বাড়াতে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, এনজিও ও স্বাস্থ্যকর্মীদের একযোগে কাজ করতে হবে।’