ঝালকাঠিতে জুলাই আন্দোলনের চেতনায় আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ কর্মসূচি
জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ কর্মসূচি | ছবি: এখন টিভি
0

সমাজ গঠনের প্রত্যয়ে ‘জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ’ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ (শনিবার, ২৬ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি সম্প্রচারিত শপথ পাঠে উপস্থিত সবাই অংশগ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে একযোগে সারাদেশে অনুষ্ঠিত হয় এ শপথ পাঠ। ঝালকাঠির শিল্পকলা মিলনায়তনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সবাই একসাথে শপথ পাঠে অংশ নেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ আন্দোলন আমাদের সমাজ বদলের, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর এবং দেশপ্রেম জাগ্রত করার প্রতীক।

আয়োজনে অংশ নেন জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে নিহতদের পরিবার, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবাগ্রহীতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


ইএ