টাঙ্গাইলে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শপথ ও আলোচনা সভা

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শপথ ও আলোচনা সভা
ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শপথ ও আলোচনা সভা | ছবি: এখন টিভি
2

টাঙ্গাইলে জুলাই পুনর্জাগরণের মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ পাঠ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার, ২৬ জুলাই) ‌দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় ও সারাদেশের জেলা ও উপজেলার সাথে যুক্ত হয়।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, সমাজ সেবার উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, গণসংহতি আন্দোলন জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ প্রমুখ।

এ সময় প্রশাসনের কর্মকর্তা, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। শেষে সরকারি শিশু পরিবার বালিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এএইচ