জেলা প্রশাসনের আশ্বাসে সুনামগঞ্জে ১৬ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল

ধর্মঘটের কারণে বন্ধ থাকা যান চলাচল
ধর্মঘটের কারণে বন্ধ থাকা যান চলাচল | ছবি: এখন টিভি
0

জেলা প্রশাসনের আশ্বাসে ১৬ ঘন্টা পর সুনামগঞ্জের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করলো পরিবহন মালিক শ্রমিকরা। আজ (সোমবার, ৪ আগস্ট) দীর্ঘ ১৬ ঘন্টা কর্মবিরতির পর জেলা প্রশাসনের আশ্বাসে অবশেষে এ কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। স্বাভাবিক হয়েছে যান চলাচল।

এর আগে, বাস ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বের কারণে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন পরিবহন মালিক শ্রমিকরা। গত রোববার (৩ আগস্ট) সকালে জেলার শান্তিগঞ্জ সুবিপ্রবি’র অস্থায়ী ক্যাম্পাসের সামনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে পৌর শহরের নতুন বাসস্টেশন এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বাস শ্রমিকরা।

আরও পড়ুন:

পরে প্রশাসনের আশ্বাসে সেই অবরোধ তুলে নিলেও রাতে হেল্পারকে মারধর করা সেই শিক্ষার্থীদের বিচারের দাবিতে জেলার দূর পাল্লার সকল বাস বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দেন পরিবহন মালিক শ্রমিকরা।

সবশেষ আজ (সোমবার, ৪ আগস্ট) জেলা প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন আন্দোলনরত মালিক শ্রমিকরা।

ইএ