টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ১

সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ ও মোটরসাইকেল
সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ ও মোটরসাইকেল | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের মো. জিনাত আলীর ছেলে মো. আল আমীন (৩০), মো. আমিনুল ইসলামের ছেলে মো. স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদরের হাসিল মনিকাবাড়ি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)। এ ঘটনায় ময়মনসিংহ সদরের পান্ডাপাড়া গ্রামের মো. সাইদুল ইসলামের মো. সানী (১৮) আহত হয়েছে।

এসআই আকরাম হোসেন বিষয় নিশ্চিত করে বলেন, ‘সকাল আনুমানিক ৭টার দিকে ধনবাড়ী থানার জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকার বটতলায় দুর্ঘটনা ঘটে। জামালপুরগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে পিকআপচালক, মোটরসাইকেল চালক এবং আরোহী ঘটনাস্থলে নিহত হন।

এএইচ