আজ (শনিবার, ৯ আগস্ট) দুপুরে নাটোরে দেশের ১৪টি উপজেলার ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘তরুণদের ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যুবকদের বেকারত্ব দূরীকরণে যুগোপযোগী কর্মসংস্থান তৈরিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ‘এজন্য অন্তর্বর্তী সরকার উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে। এছাড়াও একটি ইকো সিস্টেমের মাধ্যমে উদ্যোক্তা ঋণসহ বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়েছে।’
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদিসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জুলাইযোদ্ধারা।