৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শনিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ী এর মধ্যবর্তী নামক স্থানে নৌকা যোগে দুই বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামানোর চেষ্টা করছিলেন। এসময় ধাক্কা লেগে দুটি নৌকাই ডুবে যায়।
ডুবে যাওয়ার পর নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও নৌকার মাঝি কোনোভাবে কিনারে উঠলেও সিপাহী মাসুম বিল্ল্যাহ পানিতে ডুবে যান। আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
বিজিবি ৪৮ এর অধিনায়ক নাজমুল ইসলাম বলেন, ‘নিখোঁজ হওয়া সিপাহীকে উদ্ধারের জন্য এরইমধ্যে ফায়ার সার্ভিসসহ বিজিবির টিম কাজ করছে।’