প্রভাবশালী চক্রের লুটপাটে বদলে গেছে ভোলাগঞ্জের সাদাপাথর। দিন কিংবা রাত প্রতিনিয়তই শত শত নৌকায় লুট করা হচ্ছে পাথর। গেল কয়েক মাসের অবৈধ এ কার্যক্রমে নদীর তলদেশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। নষ্ট হয়েছে জলের স্বচ্ছতাও।
পর্যটক ও স্থানীয়দের দাবি, ভোলাগঞ্জের মোহনীয় সৌন্দর্য আর নেই। আছে কেবল ঢলের পানি আর মরুভূমি। এলাকাবাসীরা জানান, বর্তমানে পাথর আর দেখা যায় না। শুধু বলি আর পানি চোখে পড়ে। ৩-৪ মাসের মধ্যেই সবপাথর শেষ হয়ে যাবে বলে ধারণা তাদের।
পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ, এভাবে চলতে থাকলে দর্শনীয় স্থানের তালিকা থেকে মুছে যাবে সিলেটের সাদাপাথরের নাম।
পাথর খেকোদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় অবাধে সাদাপাথর তোলা হচ্ছে বলে অভিযোগ পরিবেশকর্মীদের।
আরও পড়ুন:
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ শাহেদা বলেন, ‘প্রশাসন এখানে কোনো কাজই করছে না। পাথর সংরক্ষণ করার জন্য যেসব পদক্ষেপ নেয়া দরকার, তা করা হচ্ছে না।’
জেলা প্রশাসনের দাবি নিয়মিত অভিযান চালালেও জনবল সংকট আর নানা সীমাবদ্ধতায় ঠেকানো যাচ্ছে না লুটপাট।
সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘নিয়মিত আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। এলাকাবাসীদের অন্তর্ভুক্ত করার বিষয়ে আমরা কাজ করছি।’