মানিকগঞ্জে পৌরসভার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন

পৌরসভার ভাগাড় অপসারণের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন
পৌরসভার ভাগাড় অপসারণের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জ পৌরসভার ভাগাড় অপসারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ সময় মহাসড়কে যান চলাচল প্রায় এক ঘণ্টা ধীর ছিল। আজ (সোমবার, ১১ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন দীঘি ইউনিয়নের তিন গ্রামের কয়েক শতাধিক বাসিন্দা ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেন- মুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিম উদ্দিন, বিএনপি নেতা আনিসুর রহমান ফরহাদ, সানাউল হক টুলু, সাংবাদিক কাবুল উদ্দিন খান, স্থানীয় লুৎফর রহমান, খন্দকার আক্কাস আলী ও মশিউর রহমান বাবু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মানিকগঞ্জ পৌরসভার ভাগাড়ের কারণে মুলজান, বাগজান ও ভাটবাউর এলাকার মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। দুর্গন্ধ ও পরিবেশ দূষণের ফলে শ্বাসকষ্ট, মাথাব্যথা, বমিভাবসহ নানা রোগবালাই দেখা দিচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে আশপাশের কৃষিজমি। তিন ফসলি জমিতে এখন কোনো ফসলই উৎপাদন হচ্ছে না।

বক্তারা আরও জানান, ভাগাড় থেকে আধা কিলোমিটারের মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়সহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তীব্র দুর্গন্ধে সেখানে স্বাভাবিকভাবে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। দুর্গন্ধে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে, ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। দ্রুত ভাগাড় স্থানান্তরের জোর দাবি জানান এবং প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

আনিসুর রহমান ফরহাদ অভিযোগ করে বলেন, ‘ভাগাড় স্থাপনের শুরু থেকেই আমরা প্রতিবাদ করছি। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা মামলা দিয়ে আমাদের হয়রানি করেছে এবং জোর করে ভাগাড় নির্মাণ করেছে। মাত্র ৬০০ গজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি থাকার পরও ভাগাড় বসানো হয়েছে। এতে দুর্গন্ধে বসবাসই অসহনীয় হয়ে পড়েছে।’

এএইচ