আজ (বুধবার, ১৩ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, সাদাপাথর লুটের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর আমরা দ্রুত তদন্ত কমিটি গঠন করেছি। বিষয়টি পর্যালোচনার জন্য জরুরি সভা আহ্বান করেছি।
কমিটির আরো দুই সদস্য হলেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার ও কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুননাহার।
আরও পড়ুন
জেলা প্রশাসক আরও জানান, সাদা পাথর ও জাফলংসহ বিভিন্ন পর্যটন স্পটে বালু-পাথর উত্তোলনের বিষয়ে আজ জরুরি সমন্বয় সভায় বিস্তারিত আলোচনা করা হবে। যেখানে পাথর ও প্রকৃতি সংশ্লিষ্টসহ প্রশাসনিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমন্বিত সভা থেকে কার্যকর সিদ্ধান্ত আসবে।
আরও পড়ুন
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ভোলাগঞ্জের সাদাপাথরে প্রকাশ্যে পাথর লুটের ঘটনা চলছিল। সম্প্রতি এই বেপরোয়া লুটের কারণে সাদা পাথর অনেকটা পাথরশূন্য হয়ে পড়েছে। বিষয়টি সামাজিক ও প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় বয়ে গেছে। এ পরিস্থিতিতে গত সোমবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে দল।
আরও পড়ুন