ভোলাগঞ্জে সাদা পাথর লুট ও টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত পর্যটনের প্রতিবাদে মানববন্ধন

সাদা পাথর লুটের ঘটনায় সুনামগঞ্জে মানববন্ধন
সাদা পাথর লুটের ঘটনায় সুনামগঞ্জে মানববন্ধন | ছবি: এখন টিভি
0

সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলনের আয়োজনে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংগঠনের যুগ্ম-আহবায়ক ওবায়দুল হকের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মোহাম্মদ রাজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— সামাজিক সংগঠন ‘জনউদ্যোগের আহবায়ক রমেন্দ্র কুমার দে, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান প্রমুখ।

আরও পড়ুন:

মানববন্ধনে বক্তারা বলেন, এভাবে একটি দর্শনীয় স্থান থেকে প্রকাশ্যে পাথর লুটের ঘটনায় মানুষ বিস্মিত। এতে লুটেরাদের সঙ্গে প্রশাসনের যোগসাজশ ছিল। রাজনৈতিকভাবে এখন যাদের বিরুদ্ধে লোক দেখানো ব্যবস্থা নেওয়া হচ্ছে এরা আসলে চুনোপুঁটি। রাঘববোয়ালদের আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, বিশ্ব ঐতিহ্যের অংশ টাঙ্গুয়ার হাওর এখন অভিভাবকহীন। এখানেও প্রকাশ্যে মাছ আহরণ, গাছ কাটা হয়। এখানেও পরিবেশ, প্রকৃতি ও মানুষের জীবন-জীবিকা সংকটে রয়েছে। এ হাওর রক্ষায় মুখে মুখে বড় কথা না বলে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এসএইচ