সাগর, নদী আর সবুজে ঘেরা বরগুনার তালতলী। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, টেংরাগিরি ইকোপার্ক, রাখাইন পাড়া ও নিদ্রার চরসহ পর্যটনের নানা অনুষঙ্গের উপস্থিতি পর্যটকদের হাতছানি দেয়। রয়েছে কৃষি ও মৎস্যভিত্তিক বাণিজ্যেরও বিশাল সম্ভাবনা।
তবে সদরের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ না থাকায় সকল সম্ভাবনা আটকে আছে।
স্থানীয়রা জানান, ফেরি চলাচল না থাকায় তাদের অনেক ভোগান্তিতে পড়তে হতে হয়। প্রতিবার পারাপার হতে তাদের একশো টাকা খরচ হয়। তালতলীর মান উন্নয়ন করতে ফেরি চালুর কোনো বিকল্প নেই।
জেলা প্রশাসন বলছে, তালতলী থেকে বগী পর্যন্ত নির্মাণাধীন সড়ক এবং পায়রা নদীর দুপাড়ে সংযোগ সড়ক নির্মাণ হলেই চালু হবে ফেরি চলাচল। অন্যদিকে বরাবরের মতোই বরাদ্দ পেলে সড়ক নির্মাণের কথা জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা।
বরগুনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো.মেহেদী হাসান খান বলেন, ‘সড়কের কাজ চলমান রয়েছে। বর্ষা মৌসুম চলার কারণে কাজের গতি কম ছিলো। আশা করছি ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করতে পারবো।’
বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘আমরা সংযোগ সড়কের কাজ শেষ করতে পারলে, দ্রুত সময়ের মধ্যেই ফেরি চলাচল করাতে পারবো।’