সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ
বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

সিলেটে ওসমানী নগর এলাকায় তাজপুরের নিকটে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে সিলেট গামী মিতালী পরিবহন নামে এক যাত্রীবাহী বাস ওসমানী নগর এলাকায় তাজপুরের নিকটে মুল সড়কেই মোটর সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বাসের নিচে পড়ে গেলে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তার । সঙ্গে থাকা আরেক যাত্রী আহত হন । তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল প্রায় আধঘন্টা বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। সড়ক দুর্ঘটনার পরপরই বাসটিকে স্থানীয়রা আটক করে, তবে চালক পালিয়ে যায় । বর্তমানে বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ জানায়, ঘটনার পুরো তথ্য উদঘাটনে কাজ করছে তারা।

এফএস