নেত্রকোণায় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

দেয়াল ধস
দেয়াল ধস | ছবি: এখন টিভি
0

নেত্রকোণায় বিএডিসি সেচ বিভাগের পরিত্যক্ত ভবন ভাঙার কাজের সময় দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দু’জনকে নেত্রকোণা হাসপাতালে পাঠানো হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেলে নেত্রকোণা শহরের বিএডিসি সেচ অফিসে ভিতরে পরিত্যক্ত শেষ ভবন ভাঙার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দেয়ালের নীচ থেকে তাদেরকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ওই এলাকাবাসীরা বলেন, কয়েকদিন ধরে পুরাতন ভবনগুলো ভাঙার কাজ করছিল শ্রমিকরা। আজকে কাজ করার সময় হঠাৎ করে উপরের ছাদ ভেঙে পরে যায়। এত তিনজন জায়গায় মারা যান, বাকি দুজনকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহরা হলেন মো. দিপু মিয়া (৪০), মো. হান্নান মিয়া(৪০), মো. ছালাম মিয়া(৪০) আহতরা হলেন হাসান মিয়া (৩৬), সাইকুল মিয়া(৩৪)।

নেত্রকোণা ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, একটি পরিত্যক্ত ভবনের ভাঙনের কাজ করছিলেন নয়জন শ্রমিক। এক পর্যায়ে পুরো ভবন ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়ে। খবর পেয়ে দ্রুত এসে তিনজনকে দেয়াল ধসের নীচ থেকে উদ্ধার করি। দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, তাদের একটি পরিত্যক্ত বিল্ডিং সভা করে কমিটির মাধ্যমে টেন্ডার দিয়েছে। এখন এটি ঠিকাদার ভেঙে নিবে। কিন্তু খবর পেলাম এটি ভাঙার সময় তিনজন শ্রমিক নিচে পড়ে মারা গেছেন। এটি ঠিকাদারের গাফলতির কারণ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, ঢাকায় ছিলেন। খবর পেয়ে সেখান থেকে রওনা দিয়েছেন।

সেজু