সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকায় জাফলং থেকে লুট হওয়া আরও ৭ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর আভিযানিক একটি দল অভিযান পরিচালনা করে এ পাথর জব্দ করে।
জাফলং থেকে লুট হওয়া পাথর উদ্ধারের এ অভিযানে জৈন্তাপুরের আসামপাড়া এলাকা থেকে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া পাথর পুনরায় জাফলং এর নদীতে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলমান।