এর আগে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত একটি হাতির চিকিৎসার জন্য গিয়ে হাতিটির আক্রমণে বন বিভাগের দুই চিকিৎসকসহ তিনজন আহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ১৫ আগস্ট) বিকেলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামু উপজেলার রাজারকুল রেঞ্জের থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন:
আহতরা হলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডুলাহাজার সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আতিকুর রহমান।
আহতদের উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হেলিকপ্টার দিয়ে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় আনা হয়েছে।