টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মৎস্য দিবস উপলক্ষে র‌্যালি
মৎস্য দিবস উপলক্ষে র‌্যালি | ছবি: এখন টিভি
2

টাঙ্গাইলে পোনা মাছ অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। আজ (সোমবার, ১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

আরও পড়ুন:

এর আগে সকাল ১০ টায় ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সব কর্মসূচিতে কর্মকর্তা ছাড়াও মৎস্য ব্যবসায়ী, খামারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এএইচ