এসময় কাউন্টারে ব্যাপক ভাংচুর করা হয় এবং কয়েকজন শ্রমিক আহত হয়। বন্ধ করে দেয়া হয় ইউনাইটেড পরিবহনসহ সকল পরিবহনের বাস।
এ ঘটনার তথ্য ছড়িয়ে পড়লে নগরীর পাটগুদাম বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে এলোপাতাড়ি যানবাহন রেখে সড়কে যান চলাচল বন্ধ করে পরিবহন শ্রমিকরা। এতে ময়মনসিংহ থেকে ঢাকা, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুরসহ আন্তঃজেলা পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।
হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে যানবাহন পাচ্ছেন না তারা। বৃষ্টিতে ভিজে নাকাল হয়েছেন অনেক যাত্রী। পরিবহন মালিক সমিতির নেতারা জানান, হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।