মাসকান্দা টার্মিনালের কাউন্টারে দুর্বৃত্তের হামলা, বাস চলাচল বন্ধ

আন্তঃজেলা বিভিন্ন সড়কে বাস রেখে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
আন্তঃজেলা বিভিন্ন সড়কে বাস রেখে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহ শহরের মাসকান্দা বাস টার্মিনালের টিকেট কাউন্টারে দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) দুপুরে মোটরসাইকেলযোগে ৫০/১০০জনের একটি দল এসে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে ইউনাইটেড পরিবহনের টিকিট কাউন্টার অতর্কিত হামলা চালায়।

এসময় কাউন্টারে ব্যাপক ভাংচুর করা হয় এবং কয়েকজন শ্রমিক আহত হয়। বন্ধ করে দেয়া হয় ইউনাইটেড পরিবহনসহ সকল পরিবহনের বাস।

এ ঘটনার তথ্য ছড়িয়ে পড়লে নগরীর পাটগুদাম বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে এলোপাতাড়ি যানবাহন রেখে সড়কে যান চলাচল বন্ধ করে পরিবহন শ্রমিকরা। এতে ময়মনসিংহ থেকে ঢাকা, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুরসহ আন্তঃজেলা পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।

হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে যানবাহন পাচ্ছেন না তারা। বৃষ্টিতে ভিজে নাকাল হয়েছেন অনেক যাত্রী। পরিবহন মালিক সমিতির নেতারা জানান, হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এএইচ