সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

বৃক্ষ মেলার উদ্বোধন
বৃক্ষ মেলার উদ্বোধন | ছবি: এখন টিভি
0

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৫ এর উদ্বোধন হয়েছে। আজ (বুধবার, ২০ আগস্ট) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরীফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

সেজু