সাতক্ষীরায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু ও এক যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরার কলারোয়া, শ্যামনগর ও সদর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে পানিতে ডুবে মারা গেছে দুই বছরের শিশু ইরফান খাঁ। সে ইকরাম খাঁর ছেলে।

অন্যদিকে শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামে ফয়সাল হোসেন (১৬) নামের মানসিক প্রতিবন্ধী এক কিশোর পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় মোটরসাইকেল চালক শাহিনুরের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে গোসল করানোর জন্য শিশু ইরফান খাঁকে ঘরের বাইরে আনা হয়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে রান্নাঘরের পাশের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

অন্যদিকে, রোববার সন্ধ্যায় স্থানীয় এক চায়ের দোকানে বসে থাকার পর থেকে নিখোঁজ ছিলেন ফয়সাল হোসেন। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় শেওলার মধ্যে ফয়সালের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্যা হুমায়ুন কবির জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

এছাড়া সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর আবাসন প্রকল্পে পানিতে ডুবে মারা গেছে ইসমাইল হোসেনের শিশু কন্যা। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

ইএ