আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুধকুমড়া এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা জানায়, দুই দিন আগে একজন দালালের সহায়তায় সাতটি পরিবার থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা নেয় ওই দালাল। পরে ট্রলারযোগে তাদের আনোয়ারায় আনা হয়। পরিকল্পনা অনুযায়ী তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকায় গিয়ে স্থানীয়দের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছিলো।
আরও পড়ুন:
আটককৃতদের কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনী ক্যাম্পের দায়িত্বে থাকা লে. আলমগীর রানা জানান, সেনাবাহিনী ৩১ রোহিঙ্গাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





