জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সামনে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছিলেন তারা। এসময় জেলা নির্বাচন কার্যালয়ে কোনো কর্মকর্তা বা সেবা প্রত্যাশীরা প্রবেশ করতে পারেনি। বন্ধ ছিলো কার্যালয়ের সব কার্যক্রম।
আসন্ন দুর্গা পূজার শেষ না হওয়া পর্যন্ত, হরতাল অবরোধের মতো না থাকলেও, নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাদের।
আরও পড়ুন:
গত ৪ সেপ্টেম্বর বাগেরহাটের চারটি থেকে একটি আসন কমিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন তারপর থেকে নানা আন্দোলন কর্মসূচি পালন করছে বাগেরহাট বাসী। রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি পদ্ধতিতেও এগোচ্ছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
গত ১৪ সেপ্টেম্বর রিট করার পর ১০ দিনের একটি রুল জারি করেছে উচ্চ আদালত। বাগেরহাটের একটি আসন কেন ফিরিয়ে দেয়া হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে।





