নওগাঁ সীমান্তে ১৬ জনকে বিএসএফের ‘পুশ ইন’

আটক বাংলাদেশি নাগরিকরা
আটক বাংলাদেশি নাগরিকরা | ছবি: সংগৃহীত
0

নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশি নাগরিককে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে তাদের বাংলাদেশে ‘পুশ ইন’ করা হয়। পরে সীমান্ত এলাকা ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চায়ের দোকানের পাশ থেকে তাদের আটক করে বিজিবি সদস্যরা।

আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকদের মধ্যে ৭জন পুরুষ, ৫ শিশু ও ৪ জন নারী।

আটকরা হলেন— নাটোর জেলার মোতালেব শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খাঁ (২৫), মুকুল শেখ (২৫), মৃধুল শেখ (২০), সামির (১১), বিনা খাতুন (২৯), মিম (৮), মরিয়ম খাতুন (১০), রোজিনা খাতুন (১৮), মিরা খাতুন (৮ মাস), এলিনা খাতুন (২৮), জান্নাতুল সরকার (১০), জোছনা বেগম (৫০) এবং পাবনা জেলার মিরাজ শেখ (১৮)।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য পত্নীতলা থানা পুলিশ কর্তৃক উল্লেখিত থানার সঙ্গে যোগাযোগ করা হয়।

স্থানীয় চেয়ারম্যান ও তাদের আত্নীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদপত্র যাচাই-বাছাই করে নাগরিকত্বের সঠিকতা নিশ্চিত করা হয় এবং পরবর্তীতে পত্নীতলা থানায় তাদেরকে হস্তান্তর করা হয় বলেও এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএইচ