শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক ও অরাজনৈতিক নানাবিধ বিজ্ঞাপন বোর্ডের অত্যাচার প্রতিটি গাছে। নরসিংদী শহরের শিক্ষাচত্বর, পৌর মাঠ, সরকারি কলেজ এলাকাসহ শহরের বিভিন্ন অংশে সড়কের পাশের গাছগুলোর একই চিত্র। গাছে পেরেক মেরে টানানো হয়েছে বিজ্ঞাপন। কিছু গাছ মরে গেছে, কিছু অর্ধমৃত। যেন, দেখেও দেখার কেউ নেই৷ এছাড়া, শহরের বৈদ্যুতিক ল্যাম্পপোস্টেও বিজ্ঞাপনের বোঝা। বিজ্ঞাপনের অত্যাচার থেকে ছাড় পায়নি ম্যুরাল এবং ভাস্কর্যগুলোও৷
স্থানীয়রা জানান, এ এলাকায় তিন থেকে চারটি গাছ ছিলো। একসময় এ গাছগুলো অনেক ভালো অবস্থায় ছিলো। তবে বর্তমানে বিভিন্ন ব্যানারের জন্য এ গাছগুলোর অবস্থা আর ভালো নেই।
গাছের স্বাস্থ্যগত দিক আলোচনা করে পরিবেশবিদরা বলছে, বিজ্ঞাপন প্রদর্শনী ব্যবস্থার পরিবর্তনের কথা।
আরও পড়ুন:
নরসিংদী পরিবেশ ও জলবায়ু কর্মী বালাক রাসেল বলেন, ‘রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের সংগঠন এ কাজগুলো করছে। ছোট বড় সকল চত্বরের সৌন্দর্য আমরা এখন হারিয়ে ফেলছি।’
তারকাটা এবং পেরেক মেরে যারা ব্যানার ফেস্টুন টানিয়েছে তাদের কাছেও নেই যৌক্তিক উত্তর। এদিকে, অযাচিত ব্যানার ফেস্টুন নিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় জেলা প্রশাসন।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের মাধ্যমে যদি অবৈধভাবে এ কাজগুলো হয়, তাহলে আমরা নরসিংদী পৌরসভা থেকে পদক্ষেপ গ্রহণ করবো।’
নরসিংদী পৌরসভা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা শহরগুলোরও একই চিত্র। সমস্যাগুলোর সমাধান হয়ে দ্রুতই শহর পরিচ্ছন্ন হবে এমন প্রত্যাশা সকলের।




