আজ (সোমবার, ১৩ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরে যোগ দেয়া আপনাদের জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে জানতে আপনারা পড়াশোনা করতে পারেন। ক্যাম্পাসে আসার পর শিক্ষক ও অভিভাবকরা কিছু পরামর্শ দেবেন। তবে মূল কাজগুলো করতে হবে নিজেদের। আপনারা যাতে সফল দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারেন, আমরা সেই প্রত্যাশা করছি।’
তিনি বলেন, ‘ছাত্রশিবির তোমাকে স্বপ্ন দেখায়। লক্ষ্য ঠিক করে দেয়। বাস্তবায়নে গাইডলাইন দেয়। স্বপ্ন বাস্তবে রূপ দিতে যা যা করণীয় তাই করবে।’
অনুষ্ঠানটির আয়োজন করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা এবং সাতক্ষীরা শহর শাখা। নবীন শিক্ষার্থীদের বরণ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক দিকনির্দেশনাসহ এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।





