ময়মনসিংহে বেগম রোকেয়া দিবসে ৬ নারী পেলেন অদম্য নারীর পুরস্কার

পুরষ্কার পাওয়া ৬ নারী
পুরষ্কার পাওয়া ৬ নারী | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠান। বেলা ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত ৬ জন নারীকে অদম্য নারী শীর্ষক কর্মসূচির আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

আলোচনা শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এ পুরস্কার তুলে দেন। এবারের ময়মনসিংহ জেলায় মমতাময়ী মা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন হাসনা হেনা বারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে পুরস্কার পেয়েছেন মাকসুদা খানম, অর্থনৈতিক স্বাবলম্বী হিসেবে পুরস্কার পেয়েছেন নুরুন্নাহার রত্না, জীবন সংগ্রামে সাফল্য অর্জনকারী হিসেবে পুরস্কার পেয়েছেন রওশন আরা বেগম। এছাড়া অন্যান্য ক্ষেত্রে লিপি আক্তার ও রিপা পাল মালাসহ ৬ জন পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন:

আগামীর বাংলাদেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীদের সমানতালে কাজের সুযোগ এবং নিরাপত্তা প্রদানে সকলকেই সজাগ থাকার আহ্বান জানানো হয় আলোচনায়। এ সময় জেলার সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক সহিংসতা, জীবনের নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছেন এমন নরীরা সভায় উপস্থিত থেকে নারীদের অধিকার ও প্রতিবন্ধকতা এবং নারীর জীবনমান উন্নয়নে মতামত তুলে ধরেন।

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে পুরস্কার পাওয়া মাকসুদা খানম বলেন, ‘নানা বাধা প্রতিকূলতা পেড়িয়ে আমি পড়াশোনা শেষ করে চাকরি করছি। আজকের এই সম্মান আমাকে অনেক অনুপ্রেরণা দেবে। আমি আগামীতে গ্রামীণ নারীদের শিক্ষা এবং সেলাইয়ের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে চাই।’

ইএ