হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর আবেদন জানানো হয়েছে: ধর্ম উপদেষ্টা

নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন করছেন ধর্ম উপদেষ্টা
নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন করছেন ধর্ম উপদেষ্টা | ছবি: এখন টিভি
1

আসন্ন হজ মৌসুমে কোনো সিন্ডিকেটকে পাত্তা দেওয়া হবে না জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হয়েছে। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সকালে চারতলা ভবন বিশিষ্ট নাটোর জেলা মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘২০২৩ সালে হাজীদের আনা নেওয়ার জন্য বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। ২০২৪ সালে আমরা দায়িত্ব নেওয়ার পর বিমান ভাড়া ২৭ হাজার টাকা কমানো হয়েছে। বর্তমানে ১ লাখ ৫৪ হাজার টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এরপরও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হয়েছে।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সৌদি আরব সরকারের অনুরোধে গত বছরের তুলনায় এবার হজ গমন ইচ্ছুকদের করাকরি আরোপ করা হয়েছে। যারা ১০/১২টি রোগে আক্রান্ত তাদের হজে পাঠানো হবে না। আমরা চাচ্ছি স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট ব্যক্তিদের হজে পাঠাতে।’

এসময় ৫৬০ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্প পরিচালক, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা শহরের হাফরাস্তায় নাটোর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়া বিকেলে জেলার গুরুদাসপুর উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন।

প্রতিটি মডেল মসজিদ নির্মাণে জেলা পর্যায়ে ১৮ কোটি এবং উপজেলা পর্যায়ে ১৪ কোটি টাকা খরচ করছে ধর্ম মন্ত্রণালয়। ইতোমধ্যে তিন শতাধিক মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

এএইচ