পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, পানি উন্নয়ন বোর্ডের অধীনে কাবিটা প্রকল্পে ১০৩ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের ১৩৭টি হাওরের বোরো ফসল রক্ষায় ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ আজকে থেকে উদ্বোধন হয়েছে। যা ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে করা হবে।
আরও পড়ুন:
বাঁধের কাজের উদ্বোধনের পর জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘হাওর এলাকায় অনেক জায়গায় পানি না কমায় হাওরে এক যুগে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করা সম্ভব হয়না। তবে যে জায়গা থেকে আগেই পানি নেমে যাবে সেখানেই আমরা কাজ শুরু করে দ্রুত শেষ করে দিব। পাশাপাশি পিআইসির সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত যেন বাঁধের কাজ সমাপ্ত করেন।’





