চাঁপাইনবাবগঞ্জে সার সংকট, ডিলারের কাছে গুণতে হচ্ছে অতিরিক্ত অর্থ

সারের জন্য লাইনে অপেক্ষা করছেন কৃষকরা
সারের জন্য লাইনে অপেক্ষা করছেন কৃষকরা | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে সারের তীব্র সংকট। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে খালি হাতে ফিরছেন। কিছু ডিলারের কাছে সার পাওয়া গেলেও গুণতে হচ্ছে অতিরিক্ত অর্থ।

সংকট নিরসনে তৎপর না হলে চলতি সবজি উৎপাদন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হবে বলে আশঙ্কা চাষিদের। ইউরিয়া, পটাশ, ডিএপি সার পাওয়ার আশায় ভোরে ডিলারের দোকানে ছুটেন কৃষকরা। অতিরিক্ত অর্থ দিয়েও মিলছে না সার। এতে বিপাকে কৃষক।

আরও পড়ুন:

অভিযোগ অস্বীকার করে জেলায় সারের কোনো সংকট নেই বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কোথাও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সঠিক মাত্রায় ও সময়মতো সার ব্যবহারে কৃষকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়।

ইএ