উদ্ধার চেষ্টায় প্রথমে বাঘিনীটিকে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে অজ্ঞান করা হয়। এরপর নিরাপদে ফাঁদ থেকে মুক্ত করা হয় বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস।
এ বন কর্মকর্তারা জানান, গতকাল (শনিবার, ৩ জানুয়ারি) দুপুরে টহলকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীরা সরকার খাল এলাকায় ফাঁদে আটকে থাকা বাঘিনীকে দেখতে পান। এরপর আজ সকালে উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।
আরও পড়ুন:
গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী বিশেষজ্ঞ পশুচিকিৎসক জুলকার নাঈমের তত্ত্বাবধানে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্রথমে বাঘিনীটিকে অজ্ঞান করা হয়। সম্পূর্ণ অচেতন হওয়ার পর বন থেকে বাঘিনীটিকে উদ্ধার করা হয়।’
খুলনায় বিশেষজ্ঞ পশুচিকিৎসকদের তত্ত্বাবধানে বাঘিনীটির চিকিৎসা দেয়া হবে উল্লেখ করে তিনি জানান, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে আবার সুন্দরবনে ছেড়ে দেয়া হবে।





