আম রপ্তানি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে বসানো হবে ১০টি হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট

মো.আনোয়ার হোসেন
মো.আনোয়ার হোসেন | ছবি: এখন টিভি
0

আম রপ্তানি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে ১০টি হট ওয়াটার ট্রিটমেন্টে প্ল্যান্ট বাসানো হবে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন। আজ (মঙ্গলবার, ২০ মে) বেলা ১২টায় রপ্তানিযোগ্য কয়েকটি আম বাগান পরিদর্শন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স আয়োজিত স্থানীয় রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া ম্যাংগো বোর্ড তৈরি, আম নীতিমালা, আম প্রসেসিং, চাষীদের অল্প মূল্যে সোলার প্যানেল বিতরণ করা হবে বলেও জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান। এতে বিদেশে আম রপ্তানি বাড়বে বলে আশা ব্যক্ত করেন তিনি।

মো.আনোয়ার হোসেন বলেন, ‘চলতি মৌসুমে শুধু চীনের বাজারে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানি হতে যাচ্ছে। এমনভাবে কাজ করতে হবে যেন আগামী তিন থেকে চার বছরের মধ্যে পাঁচ লাখ টন আম বিদেশে রপ্তানি করা যায়।’

তিনি বলেন, ‘আগামী মাসে বিদেশি কূটনৈতিক এবং বিদেশি আমদানিকারকদের আমন্ত্রণ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম সম্পর্কে ধারণা দেয়া হবে। যাতে করে বিশ্বে আম রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।’

এছাড়া ভারতের স্থলপথে চলমান পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রপ্তানি ব্যুরোর পরিচালক (পণ্য) মো.শাহজালাল, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমনসহ অন্যরা।

এসএস