নওগাঁ পৌর পাইকারি বাজার সূত্রে জানা যায়, সরবরাহ কমে আসায় গত তিন সপ্তাহ থেকে পেঁয়াজ ও আদা বাড়তি দামে বিক্রি হচ্ছিল। পেঁয়াজ কেজিতে ১৫ টাকা বেড়ে ৮০ টাকা কেজি এবং আদা ৭০ টাকা বেড়ে ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।
তবে আমদানির পর গত দুইদিন থেকে দেশিয় পেঁয়াজ ১০ টাকা কমে ৬৮-৭০ টাকা এবং আদা ১৩০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমদানিকৃত পেঁয়াজ কেজিতে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, আমদানির পর থেকে মসলা জাতীয় পণ্যের দাম কিছুটা কমেছে। আগামীতে আরো কমার সম্ভবনা রয়েছে। তবে রসুনের সরবরাহ কম থাকায় আগের দামেই বিক্রি হচ্ছে বলেও জানান তারা।