এদিকে কুয়াশার কারণে মাঝ নদীতে শাহ মখদুম, এনায়েতপুরী ও ভাষা শহীদ বরকত নামের তিনটি ফেরি আটকে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। এক পর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, ‘কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় এনে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’
উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য প্রতিদিন ছোট-বড় মিলিয়ে নয়টি ফেরি চলাচল করে।





