নাটোরে সেনা অভিযানে ইমো হ্যাকিং চক্রের ১২ সদস্য আটক

থানায় আনা হচ্ছে ইমো হ্যাকিং চক্রের আটক সদস্যদের
থানায় আনা হচ্ছে ইমো হ্যাকিং চক্রের আটক সদস্যদের | ছবি: এখন টিভি
0

নাটোরের লালপুরের বিলমাড়িয়া থেকে ইমো হ্যাকিং চক্রের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আজ (বুধবার, ৯ জুলাই) ভোরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় ২৮টি মোবাইল ফোন, ৩০টি সিমকার্ড সহ বিভিন্ন মাদকদ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর মিডিয়া সেল ও পুলিশ জানায়, ইমু অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে লালপুরের বিলমাড়িয়ার বিভিন্ন গ্রামের প্রতারক চক্ররা নারী ও পুরুষ কণ্ঠে প্রবাসীদের প্রেমের ফাঁদে ফেলে। এরপর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল প্রতারক চক্রটি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ইমো হ্যাকিং চক্রের ১২ সদস্যকে আটক করে সেনাবাহিনী। পরে আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ