খবর পেয়ে জেলার দুর্গাপুর উপজেলার আড়াপাড়া সীমান্ত এলাকা থেকে ৩১ বিজিবির বিজয়পুর বিওপির সদস্যরা তাদেরকে আটক করে। এদের মধ্যে ১৯ জন হিজরা (তৃতীয় লিঙ্গ) ও ২ জন পুরুষ রয়েছে। এরা ঢাকা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।
সূত্রে জানা গেছে, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অধিনস্থ বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১১৪৮/৪ এস ১৪৪/দেবেন্দ্র বিএসএফ ক্যাম্পের সদস্যরা ২ জন পুরুষ ও ১৯ জন হিজরাকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকা দিয়ে পুশ ইন করার সময় আটক করা হয়।
গত ২৯ জন ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারীদের আটকের পর গত ৯ জুলাই দিল্লির নাসিরাবাদ বিমানবন্দর থেকে বিমানে করে আসামের রাজধানী গুয়াহাটিতে তাদের নিয়ে আসা হয়। পরে তাদের গাড়ি করে বাঘমারা সীমান্ত দিয়ে পুশ ইন শুরু করলে বিজিবি ২১ জনকে আটক করে।
বিজিবি নেত্রকোনা ৩১ বিজিবি অধিনায়ক এ এস এম কামরুজ্জামান জানান, তাদের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপর জিডি মূলে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ এলাকায় যেতে পারবে।
উল্লেখ্য, এর আগে গত মাসের জুনে প্রথম সপ্তাহে তিন ধাপে বিজয়পুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ সর্বমোট ৫১ জনকে পুশ ইন করে ভারতীয় বিএসএফ। এর মধ্যে ৪ জুন ২২ জন নারীসহ ৪০ জন বাংলাদেশিকে পুশ ইন করে ভারতীয় বিএসএফ।