তেজগাঁওয়ে ৪৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ডিবি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি
ডিবি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি | ছবি: সংগৃহীত
0

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার যুবকের নাম কামাল মিয়া (২৬)। গতকাল (বৃহস্পতিবার, ২৪ জুলাই) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ (শুক্রবার, ২৫ জুলাই) ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি গোপন সূত্রে জানতে পারে, হবিগঞ্জ জেলা থেকে একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকার দিকে আসছে এক মাদক কারবারি। এমন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা মোড়ে অভিযান চালিয়ে কামালকে আটক করা হয়।

অভিযানে প্রাইভেট কার থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কামালের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল দীর্ঘদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদক সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচ