এর আগে বুধবার দুপুরে নেত্রকোণা কলমাকান্দা সড়কের ঠাকুরাকোনা ফেরীঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নেত্রকোনা সদর লক্ষ্মীপুর ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মো. তপন মিয়া (২৬) ও কলমাকান্দা কৈলাহাটি ইউনিয়নের মইপুকুরিয়ার গ্রামের মো. রাকিব হোসেন (৩২)।
মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা কলমাকান্দা সড়কের ঠাকুরাকোনা ফেরীঘাটে অবস্থান নেয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি রেইডিং টিম। এসময় সন্দেহজনক একটি ব্যাটারি চালিত অটোরিকশায় তল্লাশি করলে বিশেষ চেম্বার থেকে চোরাইপথে আনা ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০৯ বোতল মদসহ দুই মাদক কারবারিকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করছেন।
নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটিও অটোরিকশার বিশেষ চেম্বার থেকে ম্যাকডোয়েলের নম্বর এক লাক্সারি হুইস্কি ৭৫০ এমএল ৪২ বোতল ও একই ব্র্যান্ডের ৩৭৫ এম এল এর ৬৭ বোতলসহ মোট ১০৯ বোতল মদসহ পরিবহনকালে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, নেত্রকোণার পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন সীমান্ত দিয়ে কাঁটাতারের নিচ দিয়ে মাদকদ্রব্য পাচার করে আসছে চোরাকারবারীরা। যা নেত্রকোণা হয়ে রাজধানী ঢাকাসহ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।