করিমগঞ্জে মেয়েকে খুন করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা: বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট
কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট | ছবি: সংগৃহীত
0

কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজের মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টায় বাবাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার, ৬ আগস্ট) আসামিরা পলাতক অবস্থাতেই এ রায় ঘোষিত হয়।

ঘটনাটি ২০১৬ সালের ১০ আগস্টের। করিমগঞ্জ উপজেলার ভাটিয়া জহিরকোনা গ্রামের আঙ্গুর মিয়া তার ভাই ও ভাতিজাকে নিয়ে নিজ মেয়ে মীরা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করেন। পরে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেন তিনি নিজেই।

তদন্তে নেমে করিমগঞ্জ থানার এসআই অলক কুমার দত্ত খুঁজে পান চাঞ্চল্যকর সত্য। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকেই খুন করেছেন আঙ্গুর মিয়া ও তার সহযোগীরা।

আরও পড়ুন:

২০১৭ সালে এসআই অলক কুমার নিজেই বাদী হয়ে পুনরায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মেয়ের বাবা আঙ্গুর মিয়া, চাচা খুরশিদ মিয়া এবং চাচাতো ভাই সাদেক মিয়া। তবে রায় ঘোষণার সময় তারা তিনজনই পলাতক ছিলেন। মামলার অপর আসামি নিহত মীরার মা নাজমুন্নাহারকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত।

এসএস