বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, রনির বন্ধু শেখ রাজুর সাথে তার পূর্ব বিরোধ ছিল। যার সূত্র ধরেই এক বন্ধু আরেক বন্ধুকে খুন করে।
স্থানীয়রা জানান, দুজনেই যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তাদের দলীয় কোনো পদ-পদবী নেই বলে জানায় সিলেট যুবদল।
এদিকে ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান , হামলাকারীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন তারা।