জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১হাজার ৮২৬ কেজি চায়না দুয়ারী ও কারেন্ট জাল, ৯ কেজি ৮৩০ গ্রাম ভারতীয় রুপা ২৩ বোতল ফেনসিডিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা এসব অবৈধ পণ্যের বাজার মূল্য প্রায় ৮৬ লাখ ৫৫ হাজার ৫৩০টাকা।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কাজ করছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।