চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই নাম্বার ক্যাজুয়ালটি ওয়ার্ডে আহতদের আনা হয় গতকাল বুধবার (১৩ আগস্ট) মধ্যরাতে। তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিশ নাম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন স্পষ্ট।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, নগরীর চাঁন্দগাওয়ের শহিদুল ইসলাম ওরফে বুশ্যা এবং সাইফুল ইসলাম ওরফে টেম্পো গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্ত্রাসী বুশ্যার আস্তানায় তাজা গুলি, ধারালো অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, চাঁদাবাজি, মাদক ও আধিপত্য নিয়ে বুশ্যা ও টেম্পো গ্রুপের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের অস্ত্রের ঝনঝনানি ও গোলাগুলির কারণে এলাকায় ত্রাসের রাজত্ব বিরাজ করছে।