জামালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার ১৭

ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা
ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা | ছবি: এখন টিভি
0

জামালপুরে পুলিশের অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেইজ -২ অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গেল ২৪ ঘণ্টায় জামালপুরের সাত উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, জামালপুর সদর থানায় ৬ জন, মাদারগঞ্জ মডেল থানা ৫ জন, মেলান্দহ থানা ২, ইসলামপুর থানা ২, বকশিগঞ্জ থানা ১ ও সরিষাবাড়ি থানায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুলাই আগস্টে অভ্যুত্থানে নাশকতার মামলায় ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

এএইচ