পুলিশ আরও জানায়, জামালপুর সদর থানায় ৬ জন, মাদারগঞ্জ মডেল থানা ৫ জন, মেলান্দহ থানা ২, ইসলামপুর থানা ২, বকশিগঞ্জ থানা ১ ও সরিষাবাড়ি থানায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুলাই আগস্টে অভ্যুত্থানে নাশকতার মামলায় ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।





