শেরপুরে ৭ ইটভাটায় অভিযান, ২২ লাখ টাকা জরিমানা

ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান
ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান | ছবি: এখন টিভি
0

শেরপুরে সাত অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ (রোববার, ২১ ডিসেম্বর) দিনব্যাপী নকলা উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইটভাটার ৭ স্বত্বাধিকারীকে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরপুরের নকলা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বেশ কিছু ইটভাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এসময় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে নকলার কুর্শা বাদাগৈড় এলাকার মেসার্স এফ আর জিগজ্যাগ ব্রিকস, গৌরদ্বার রাণীগাঁওয়ের মেসার্স চমক ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস, ছাতুগাঁওয়ের মেসার্স সেভেন স্টার ব্রিকস, ধনাকুশার মেসার্স জননী জিগজ্যাগ ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা করে এবং শিববাড়ীর মেসার্স সুমন জিগজ্যাগ ব্রিকস, বাশাটির মেসার্স সরকার ব্রিকসকে ৩ লাখ টাকা করে ও পাইস্কার মেসার্স রিজন ব্রিকসকে ২ লাখ ৫০ টাকাসহ মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এএইচ