এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

দুদক ভবন
দুদক ভবন | ছবি: সংগৃহীত
0

বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২১ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন- এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, এমএসকে শাহীন ও মোহাম্মদ জহীর উদ্দিন, যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন, জিএম রাসেল রানা, এফএম আকবর হোসেন, মো. নাজমুল হক, বদরুল আহমেদ ও শেখ শাফিনুল হক এবং উপপরিচালক কামরুল হাসান, আমিনুল হক, শেখ খাইরুল বাসার ও জহরলাল জয়ধর।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং, ঘুষ, চাঁদাবাজি, নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যে কারণে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর উপপরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এএইচ