গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সখিপুরের কালমেঘা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো. বেল্লাল হোসেন (৩৩), টাঙ্গাইলের নলশোধা গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫২), শহরের আশেকপুর এলাকার মৃত রজব আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৫২), নওগাঁর কামার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. আল আমিন (২৮), রাজবাড়ী সদরের চরলক্ষীপুর গ্রামের অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩)।
শুক্রবার রাতে র্যাব ১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর অভিযানে ঢাকায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সক্রিয় সদস্য মাববুবকে গ্রেপ্তার করা হয়।
তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মাঝ রাতে সখিপুরের কালমেঘা গ্রামের মো. বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বেল্লালের তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার হালিম মিয়ার বহুতল ভবন থেকে তিন জনকে ও নাগরপুরের পাকুটিয়া গ্রাম থেকে অপূর্ব ব্যানার্জীকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের কাছ থেকে ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রাথমিক সহকারী শিক্ষকের পরীক্ষার প্রবেশ পত্র ও প্রার্থীর মূল সনদপত্র জব্দ করা হয়। এছাড়াও অভিযুক্তদের মোবাইল থেকে বিভিন্ন পরীক্ষার্থীর সঙ্গে প্রশ্নপত্র এবং চাকরি আদান প্রদানের কথোপকথনের বিভিন্ন আলামত পাওয়া যায়।





